আলো-বাতাসে’ যেতে মানা যে শিশুদের
অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করে বাঁচতে হবে ওদের। যুঝতে হবে ক্যানসারের মতো মরণব্যাধির সঙ্গে। বাড়িতেই হোক আর স্কুলে, খেলা যাবে না খোলা আকাশের নিচে! বড়রাই শিশুদের বলবেন, ‘যাবে না আলো-বাতাসে!’ আর তিন বছরের শিশুও জানতে চাইবে, ‘এটাতে কি তেজস্ক্রিয়তা আছে?’ নির্মম এই নিয়তি সে দেশের, যারা পরপর দুইবার ইতিহাসের ভয়ংকরতম আণবিক বোমা হামলার শিকার হয়েছে; এ জীবন জাপানের ফুকুশিমার শিশুদের। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র আণবিক বোমা ফেলেছিল প্রায় সাত দশক আগে। আর জাপানের...
Posted Under : Health News
Viewed#: 14
আরও দেখুন.

